৩৪তম বিসিএস ফোরামের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
৩ এপ্রিল ২০২০ ২১:২৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ২১:৩৯
ঢাকা: ৩৪তম বিসিএস ফোরামের উদ্যোগে রাজধানীতে শতাধিক অসহায় কর্মহীন মানু্ষের মাঝে সহায়তা হিসেবে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর বকশীবাজারের নবকুমার মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক ব্যক্তিকে ৩ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা লিটার তেল, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে ৩৪তম বিসিএস ফেরামের সাধারণ সম্পাদক ও সহকারী পুলিশ কমিশনার (এসি- চকবাজার জোন) মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘দুস্থ ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এ জন্য যে সব ব্যাচমেট আর্থিক সহয়তা করেছেন ফোরামের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এ ধারা যে কোনো দুর্যোগে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন ৩৪তম ফোরামের সভাপতি গাজী আজিজুর রহমান, সদস্য সৈয়দ মুরাদ, ডা. রজতকান্তি দাস, ডা. রকিব হোসেন, মামুন, সামাদ ও মো. রবিউল ইসলামসহ অন্যরা।