Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতন দেবেন চবি শিক্ষকরা


৩ এপ্রিল ২০২০ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। একইসঙ্গে চবি মেডিকেল সেন্টার ও বিশ্ববিদ্যালয় পাশে জোবরা গ্রামে দরিদ্রদের সহযোগিতায় সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক আছে। এ প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। এ দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। আশা করি, শিক্ষকরা সবাই দেবেন। কেউ যদি দিতে না চান কিংবা অপারগতা জানালে ৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে জানাতে হবে।’

সংগৃহীত টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং বাকি অংশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে জোবরা এলাকার দরিদ্র মানুষের ত্রাণ বিতরণে এবং চবি মেডিকেলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্কের জন্য দেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।

করোনাভাইরাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর