Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার ঢাকা ছাড়বে মার্কিন নাগরিকদের দ্বিতীয় ফ্লাইট


৩ এপ্রিল ২০২০ ২০:২৮

ঢাকা: বাংলাদেশে অবস্থান করা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে রোববার দ্বিতীয় ফ্লাইটটি ঢাকা ছাড়বে। শুক্রবার ( ৩ এপ্রিল) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

তিনি জানান, আগামী রোববার সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ চাটার্ড বিমানে করে তারা বাংলাদেশ ছাড়বেন।

কতোজন বাংলাদেশ থেকে যাচ্ছেন এমন প্রশ্ন করা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘এই মুহূর্তে বলা যাচ্ছে না কতজন মার্কিন নাগরিক বাংলাদেশ থেকে যাচ্ছেন। এছাড়া ফ্লাইটটিতে মার্কিন নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবার সদস্যরা যাবেন বলে জানা গেছে।’

উল্লেখ্য, গত ৩০ মার্চ করোনাভাইরাসের কারণে ঢাকা ছাড়েন যুক্তরাষ্ট্রের ২৬৯ জন নাগরিক। তাদের সঙ্গে সে সময় ৭টি কুকুরও সহযোগী হয়।

ফ্লাইট মার্কিন কূটনীতিক মার্কিন নাগরিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর