Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা সংকটেও মতলববাজরা সক্রিয়, সতর্ক থাকার আহ্বান কাদেরের


৩ এপ্রিল ২০২০ ১৫:১৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ১৯:১২

ঢাকা: করোনাভাইরাস বিস্তারে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেলেও ‘মতলববাজ’ একটি মহল গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই মতলববাজদের থেকে সতর্ক থাকার পাশাপাশি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, আজ করোনা সংকটের কারণে সারাবিশ্ব এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এমন ভয়াবহ সংকট আর কখনো দেখা দেয়নি। এরকম একটি পরিস্থিতিতেও করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থসেবায় নবতর ব্যবস্থার উন্নতি করে চলেছে।

তিনি বলেন, মানবিক এই সংকটে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। জরুরি সেবায় নিয়োজিত অন্য সবাইও কাজ করে চলেছেন। সবাই মিলে করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

তবে এর বাইরে একটি মহল ‘অশুভ পাঁয়তারা’য় লিপ্ত হয়েছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সংকটকালেও এক শ্রেণির মতলববাজ মহল দেশে গুজব ছড়িয়ে, চরিত্র হনন করে, ফেসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির অশুভ পাঁয়তারায় লিপ্ত। এই মতলববাজ মহলটি আজকে দেশের এই সংকটেও অশুভ খেলায় মেতে উঠেছে।

এই মহল সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণকে সতর্ক থাকতে হবে। আমাদের পার্টির নেতাকর্মীদের সচেতনার কর্মসূচিতে অংশ নিতে হবে। জনগণ যেন অপপ্রচারে বিভ্রান্ত না হয়, সে বিষয়ে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

করোনা প্রতিরোধে করণীয় তুলে ধরে কাদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে  সামষ্টিক স্বার্থেই সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এসময় তিনি ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহ্বান জানান সবার প্রতি।

এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসব কার্যক্রম পরিচালনা করেন।

৩১ নির্দেশনা ওবায়দুল কাদের গুজব টপ নিউজ মতলববাজ মহল