Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে লকডাউন শেষে ফিরবেন আটকে পড়া বাংলাদেশিরা


৩ এপ্রিল ২০২০ ১৩:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ১৮:০৯

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথা আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে তোড়জোড়ও চলছে। তবে দেশটিতে ‘লকডাউন’ চলায় প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সহজ হচ্ছে না। এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে পরিস্থিতি স্বাভাবিক হলে, তথা লকডাউন শেষ হলেই আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বেশিসংখ্যক প্রবাসী প্রতিবছর বিভিন্ন কারণে (চিকিৎসা, পর্যটন, শিক্ষা প্রভৃতি) ভারত সফর করেন। গত ২৫ মার্চ থেকে ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত ভারত থেকে সব ধরনের যানবাহন (বাস, রেল, বিমান) চলাচল বন্ধ রাখা হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে, এ মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে গমন করা বা আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় দুই হাজার পাঁচশত। এর মধ্যে এক হাজারের বেশি শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিশেষ বিমানে ফিরবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো ধরণের বিদেশি (প্রবাসী ভারতীয়সহ) আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন না। ভারতীয় কর্তৃপক্ষ ভারত থেকে কোনো বিদেশি নাগরিকের বহির্গমনও নিরুৎসাহিত করছে। তাছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো বাংলাদেশিদের কল্যাণে সজাগ দৃষ্টি রাখছে। মিশনের কর্মকর্তারা আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনো সমস্যায় পড়লে হাইকমিশন ও অন্যান্য মিশন তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

কেবল ভারত নয়, আরও অনেক দেশেই করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আটকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি। মন্ত্রণালয় বলছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

করোনাভাইরাস টপ নিউজ দেশে ফিরিয়ে আনা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ ভারতে আটকে পড়া বাংলাদেশি ভারতে লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর