Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংকট কাটাতে ২ হাজার পিপিই দিলো এস আলম


৩ এপ্রিল ২০২০ ১৩:৩৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ১৩:৪৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য দুই হাজার পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম বড় শিল্পগ্রুপ ‘এস আলম’। এর ফলে চট্টগ্রামে ডাক্তার-নার্সদের পিপিই সংকট অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়ার কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে গ্রুপের কর্মকর্তা আকিজ উদ্দিন সেগুলো হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘পিপিই নিয়ে আমাদের সংকট ছিল। অনেক কথা, লেখালেখি, সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু আশার কথা হচ্ছে, সেই সংকট কেটে যাচ্ছে। চীন থেকে আমাদের দেশে পিপিই এসেছে। আমাদের শিল্পপতিরাও এগিয়ে আসছেন। এস আলম গ্রুপ দুই হাজার পিপিই দিয়েছে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাদের ভয় আর থাকবে না।’

জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পিপিইগুলো পাঠানো হবে যাতে চট্টগ্রামে চিকিৎসা সেবা সচল থাকে।

তবে চট্টগ্রামে ঢালাওভাবে চিকিৎসা সেবা বন্ধ হয়নি বলে দাবি করেছেন সিভিল সার্জন। তিনি বলেন, ‘করোনা নিয়ে একটা আতঙ্ক অবশ্যই আছে। তবে এজন্য চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে, এমন নয়। আগে হয়তো ডাক্তাররা রোগীর গায়ে হাত দিয়ে ভালোভাবে দেখতেন। করোনা আতঙ্কের কারণে এখন হয়তো সেভাবে কাছে গিয়ে দেখছেন না। তবে প্রত্যেকের কাছে পিপিই পৌঁছে গেলে সেই আতঙ্কও আর থাকবে না।’

বিজ্ঞাপন

এস আলমের দেওয়া পিপিইগুলো উন্নতমানের জানিয়ে সিভিল সার্জন বলেন, ‘এই পিপিইগুলো ওয়াশেবল। জীবাণুনাশক হওয়ায় এগুলো সম্পূর্ণভাবে ব্যবহারের উপযোগী।’

এস আলম গ্রুপের কর্মকর্তা আকিজ উদ্দিন বলেন, ‘এসব পিপিই এস আলম গ্রুপের পক্ষ থেকে বানানো হয়েছে। আরও বানানো হবে। চট্টগ্রামের প্রত্যেক উপজেলায় এস আলম গ্রুপ পিপিই সরবরাহ করবে। দেশের যেকোনো প্রয়োজনে এস আলম গ্রুপ ও চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ পাশে থাকবে।’

অনুষ্ঠানের চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়াও ছিলেন।

এস আলম এস আলম গ্রুপ পিপিই পিপিই সরবরাহ