ডব্লিউএইচও প্রধানের পদত্যাগ চাইলেন মার্কিন সিনেটর
৩ এপ্রিল ২০২০ ০২:৪৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ১৫:০২
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল (ডিজি) ডা. টেড্রোস আধানম গেব্রেইসাসের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর মার্থা ম্যাকসালি। শুক্রবার (৩ এপ্রিল) এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনেটর মার্থা ফক্স বিজনেসে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএইচও’র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় সংস্থাটি ব্যর্থ হয়েছে। বিশেষত চীনের প্রকৃত মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ায় সহযোগিতা করেছে ডব্লিউএইচও। এমন অবস্থায় ওই ব্যর্থ সংস্থার প্রধানের পদত্যাগ করা উচিত।
এদিকে, চীন দাবি করেছে তারা নভেল করোনভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় শুন্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ মানুষ নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরন করেছে।
এ ব্যাপারে সিনেটর মার্থা বলেছেন, কোনো কমিউনিস্টকে তিনি বিশ্বাস করেন না। কোভিড-১৯ বিশ্বমহামারির ব্যাপারে চীন তথ্য গোপন করে আমেরিকাসহ সারা বিশ্বের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্যের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরন মেনে নেওয়া যায় না। ডা. টেড্রোস আধানম গেব্রেইসাসকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবো।
যদিও, সিনেটর মার্থার এমন বক্তব্যের বিপরীতে তাৎক্ষণিকভাবে ডব্লিউএইচও’র কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই রিপাবলিকান দলের অপর সিনেটর রিক স্কট ডব্লিউএইচও’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সংসদীয় (কংগ্রেসনাল) তদন্ত চালু করার ব্যাপারে উল্লেখ করেছিলেন।
করোনা: লাইভ আপডেট
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)