Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গ-বেদে সম্প্রদায়ও পেল জেলা প্রশাসনের ত্রাণ


৩ এপ্রিল ২০২০ ০২:০৭ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ০২:১০

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পেয়েছে অভাবে পড়া তৃতীয় লিঙ্গ এবং বেদে সম্প্রদায়ও।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ১৮১টি বেদে পরিবার এবং পাহড়তলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে তৃতীয় লিঙ্গের ১৮৮ জনকে ত্রাণ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, সামাজিক দূরত্ব মেনে ত্রাণ দেওয়া হয়েছে।  পাহাড়তলীর ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে ত্রাণ সামগ্রীগুলো সারিবদ্ধভাবে রাখা হয়। তৃতীয় লিঙ্গের লোকজন নির্ধারিত দূরত্ব মেনে এসে সেগুলো নিয়ে যান।

এসময় স্থানীয় সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের পক্ষে তার ছেলে ফয়সাল আমিন এবং পুলিশ ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইভাবে সামাজিক দূরত্ব মেনে ত্রাণ দেওয়া হয়েছে বেদে পরিবারগুলোকেও।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ডকে ১৩০টি পরিবারের মধ্যে বিতরণের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

জেলা প্রশাসনের সহায়তা তৃতীয় লিঙ্গ ত্রাণ বেদে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর