বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক ঋণ স্থগিতের প্রচারণা গুজব
৩ এপ্রিল ২০২০ ০১:৩২
ঢাকা: বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক ঋণ, বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতকরণ এবং সব অফিস এক মাসের ছুটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি প্রচারণাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এক বিবৃতিতে বলেন, ‘এই অপপ্রচার, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
তিনি বলেন, যারা গুজব ছড়াচ্ছে তারা ‘অপরাধ করছে’ যা কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাড়ি ভাড়া মওকুফ করা, ব্যাংক ঋণ এবং বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত করা এবং সকল অফিসে এক মাসের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেসবুকে এমন ধরনের এক প্রচারণা ছড়িয়ে পড়ে। এ গুজবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এমন বিবৃতি দেন।
ইহসানুল করিম আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।