কোভিড-১৯: ২৪ ঘণ্টায় ১৪১ নমুনা পরীক্ষা
৩ এপ্রিল ২০২০ ০১:১০ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ০১:১৭
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের শনাক্তকরণের জন্য পরীক্ষার সুবিধা চালু হয়েছে ঢাকার বাইরেও। ঢাকা ও ঢাকার বাইরের এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট এক হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দেওয়া স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মোট ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এই প্রতিষ্ঠানে মোট এক হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হলো প্রতিষ্ঠানটিতে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) গত ২৪ ঘণ্টায় ৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত ২১১টি নমুনা পরীক্ষা করা হলো।
বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় আট জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৪২টি নমুনা পরীক্ষা করা হলো এই প্রতিষ্ঠানটিতে।
এছাড়া আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে গত ২৪ ঘণ্টায় চারটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ২৫টি নমুনা পরীক্ষা করা হলো এ ল্যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুনভাবে শুরু হয়েছে নমুনা পরীক্ষা। মোট চারটি নমুনা পরীক্ষা করা হয়েছে এখানকার ল্যাবে।
এর বাইরে ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারটিসহ মোট ২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) গত ২৪ ঘণ্টায় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত মোট সাতটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নতুন দু’জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৫৬ জনের মাঝে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেল।