বিএসএমএমইউতে প্রথম দিনে ১৮ নমুনা পরীক্ষা
৩ এপ্রিল ২০২০ ০০:৪১ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ০১:০১
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত ল্যাবরেটরিতে প্রথম দিনে ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, আমাদের হাসপাতালে স্থাপন করা ফিভার কর্নারে রোগীর সংখ্যা বেড়েছে। এখানে এরই মধ্যে ৭০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান থেকেও ৯ জনের নমুনা পাঠানো হয়েছিল আমাদের কাছে। সেগুলোও পরীক্ষা করা হয়েছে।
নমুনা ফলাফল বিষয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আমরা নমুনা পরীক্ষা ফলাফল স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছি।
এদিকে বিএসএমএমইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগের কার্যক্রম শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চালু থাকবে।
বহির্বিভাগের চিকিৎসাসেবার পাশাপাশি চালু রয়েছে হেল্প লাইন নম্বর। এসব নম্বরে কল করে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসাসেবা নেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনা নমুনা পরীক্ষা করোনা পরীক্ষা বিএসএমএমইউ বিএসএমএমইউয়ে করোনা ল্যাব