Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ


৩ এপ্রিল ২০২০ ০০:৩৫

ঢাকা: মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনে পাঠদানের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রতিদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের মোট আটটি ক্লাস রাখা হয়েছে।

যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে প্রতি এক সপ্তাহ পরপর নতুন করে সময়সূচি প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানা গেছে।

নতুন রুটিনে দেখা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিট থেকে ষষ্ঠ শ্রেণির গণিত ক্লাস শুরু হবে। দুপুর ১২টায় নবম শ্রেণির রসায়ন ক্লাস দিয়ে শেষ করা হবে।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত এ ধারাবাহিকতায় সংসদ টেলিভিশনে শ্রেণি পাঠদান চালানো হবে।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত নতুন রুটিনটি এরইমধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রুটিন সামান্য অদল-বদল করে তিন মাসের মতো পাঠ দান করা হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার (২৯ মার্চ) থেকে ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস প্রচার করা হয়।

২০ মিনিটের প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের বিভিন্ন টপিকে হোমওয়ার্কও দেওয়া হয়।

করোনাভাইরাস ক্লাস ছুটি টেলিভিশন মাউশি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর