Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশকে না জানিয়ে সাহায্য বিতরণ করা যাবে না’


২ এপ্রিল ২০২০ ২০:৩৮ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ২০:৪৫

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় দেশের যেকোনো স্থানে কেউ সাহায্য ও সেবা বিতরণ করতে চাইলে পুলিশকে অবহিত করতে হবে। পুলিশকে অবহিত ছাড়া সাহায্য ও সেবা বিতরণ করা যাবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সহকারী উপ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিংয়ের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তাই, যেকোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সবাইকে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

করোনাভাইরাস খাদ্য বিতরণ পুলিশ সাহায্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর