Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে চিকিৎসা না পেয়ে পুলিশের ‘দুয়ারে’


২ এপ্রিল ২০২০ ১৯:৫৭ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ২০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: জ্বরে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়ে ‘চিকিৎসা না পেয়ে’ অবশেষে থানার দ্বারস্থ হয়েছেন এক বাবা। পরে পুলিশের হস্তক্ষেপে ওই হাসপাতালেই অসুস্থ কিশোরের চিকিৎসা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন কিশোরের বাবা। পরে তিনি স্থানীয় কোতোয়ালী থানায় যান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ’১৬ বছর বয়সী ছেলেটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাসা হালিশহরে। কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছে। তার বাবা তাকে আজ হাসপাতালে এনেছিলেন বলে জানিয়েছেন। পরে আবার ছেলেকে নিয়ে থানায় আসেন এবং কান্নাকাটি শুরু করেন। এসব বিষয় সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার স্যার দেখভাল করছেন। আমি স্যারকে বিষয়টি অবহিত করি।’

সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি সিভিল সার্জনের সঙ্গে কথা বলি। উনার নির্দেশে ছেলেটিকে থানা থেকে পুলিশের টিম দিয়ে আবারও জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এরপর চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা। তাকে আপাতত জ্বরের ওষুধ দিয়েছেন। বাসায় কোয়ারেনটাইনে থাকতে বলেছেন। তার মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি বলেছেন ডাক্তাররা।’

চিকিৎসা না দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি। ওই ছেলে এবং তার বাবা কেউই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবেন সেটা বলেননি। পরে আবার থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। যা হোক, আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। শুধুমাত্র সিজনাল জ্বরে ভুগছে। তারপরও তাকে আমরা ওষুধ দিয়েছি এবং বাসায় কোয়ারেনটাইনে থাকতে বলেছি।’

বিজ্ঞাপন

চিকিৎসা না পেয়ে টপ নিউজ দুয়ার পুলিশ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর