Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত কৃষকদের ধান কাটার যন্ত্রপাতি দেওয়া হবে: কৃষিমন্ত্রী


২ এপ্রিল ২০২০ ১৮:৫৮

ঢাকা: করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর এলাকায় হারভেস্টারসহ কৃষি যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত ও জরুরিভিত্তিতে দ্রুত ধান কাটার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধি করা এবং তা অব্যাহত রাখার জন্য সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে সরকারঘোষিত সাধারণ ছুটির সময়ে চলমান বোরো মৌসুমের অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ সার, বীজ, বালাইনাশক, সেচযন্ত্রসহ সকল কৃষিযন্ত্র, জ্বালানি, কৃষিজাত পণ্যের পরিবহন এবং ক্রয়বিক্রয় অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।’

এছাড়া, এ ছুটির সময় কৃষি কার্যক্রম সক্রিয় রাখতে সব কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকতে নির্দেশও দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘কৃষি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি, মাঠের ফসল সঠিকভাবে ঘরে তোলার কার্যক্রমও গ্রহণ করেছে।’

করোনাভাইরাস ধান ধান কাটার যন্ত্রপাতি শ্রমিক হাওর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর