Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ টাকায় চাল বিক্রি ‘আগামী সপ্তাহে’


২ এপ্রিল ২০২০ ১৮:০৯ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ১৯:৫৯

ঢাকা: করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগে আগামী সপ্তাহ থেকে ১০ টাকা কেজিতে দরে চাল বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

বুধবার (১ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে এ তথ্য জানান খাদ্য সচিব।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন- ‘বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে।’ এর পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে ১০ টাকা কেজিতে চাল বিক্রিতে গাইডলাইন তৈরি করছে।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম সারাবাংলাকে বলেন, ‘আগামী সপ্তাহে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হতে পারে। এর জন্য ব্যাংকিং কার্যক্রম প্রয়োজন হয়। তাই এটি আগামী সপ্তাহ পর্যান্ত গড়বে।’

এক প্রশ্নের উত্তরে খাদ্য সচিব বলেন, ‘ওএমএস চাল যেসব স্থানে বিক্রি হয় সেখানে এই চাল বিক্রি হবে। মহানগর ও সিটি করপোরেশনে এ কার্যক্রম চলবে। আমরা কয়েকটি সেন্টার খোলার চেষ্টার করছি। সেখানে থেকেও এই চাল বিক্রি হতে পারে। এখনও গাইডলাইন তৈরি না হওয়ায় কার্যক্রমটির পুরো বিষয় এখনওই জানানো যাচ্ছে না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘১০ টাকা কেজিতে চাল বিক্রি করতে একটি গাইডলাইন তৈরি হচ্ছে। এখনও গাইডলাইন তৈরির কাজ চলছে। গাইডলাইন তৈরি শেষেই বিক্রির কার্যক্রম শুরু হবে।’

কবে থেকে চাল বিক্রি শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা কাজটি শুরু করতে চাই। কিন্তু করোনার কারণে এখন তো অনেক কাজ স্থবির হয়ে আছে। সব কাজ আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে পারছি না।’

বিজ্ঞাপন

তবে চাল বিক্রির কাজটি আগামী সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে জানান তিনিও।

জানা গেছে, স্বল্পমূল্যের এই চাল নিয়ে মাঠে নামবেন ওএমএস ডিলাররা। বর্তমানে ওএমএসে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি হচ্ছে। তবে আটার বিক্রিই সবচেয়ে বেশি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থবছরটিতে ওএমএসের জন্য চালের বরাদ্দ ৫৫ হাজার টন। আর গমের বরাদ্দ তিন লাখ টন। এর মধ্যে দুই লাখ টনের উপরে গম বিক্রি হয়ে গেছে। তবে বাজারে চালের দাম কম থাকায় এর বিক্রি এখনও ১ হাজার টনের নিচে রয়েছে। তবে ১০ টাকায় চাল বিক্রি শুরু হলে এর চাহিদা বেড়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১০ টাকার চাল করোনাভাইরাস চাল বিক্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর