ঢাকা ছাড়লেন জাপানের ৩২৭ নাগরিক
২ এপ্রিল ২০২০ ১৩:৫৩ | আপডেট: ২ এপ্রিল ২০২০ ১৩:৫৮
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কের মধ্যেই দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করা ৩২৭ নাগরিক ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা জাপানের উদ্দেশে রওনা দেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌহিদ উল আহসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাপানি নাগরিকদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। তাদের বেশিরভাগই জাপানের দূতাবাসের কর্মী। এছাড়া কিছু কূটনীতিকও ছিলেন।
এর আগে ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক ঢাকা ত্যাগ করে। তার আগে মালয়েশিয়ার ২২৫ নাগরিক ও ভুটানের ১৩৯ জন নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন। ওই সব দেশের সরকার বাংলাদেশে অবস্থান করা নাগরিকদের নিজ নিজ দেশ ফিরিয়ে নেয়।