Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দেবে রাবি


২ এপ্রিল ২০২০ ০০:২৬

রাবি প্রতিনিধি: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি এক সভায় বুধবার সকাল ১০টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মুসতাক আহমেদ বলেন, ‘এ মুহূর্তে যার যেমন সামর্থ্য আছে তা দিয়েই এ সংকট মোকাবিলা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত অবশ্যই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্ব করেন।

করোনাভাইরাস ত্রাণ তহবিল রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর