Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িতে ব্লিচিং পাউডার ছিটিয়ে টাকা আদায়; পুলিশ খুঁজছে তাদের


১ এপ্রিল ২০২০ ২২:১৩

ঢাকা: রাজধানীর আগারগাঁও মোড়ে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) পরে গাড়িতে ব্লিচিং ছিটিয়ে টাকা আদায়ের সঙ্গে জড়িতদের খুঁজছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁও মোড়ে পিপিই পরিহিত বেশ কয়েকজনকে চলাচলরত প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে ব্লিচিং পাউডার ছিটাতে দেখা যাচ্ছে। তাদের একজনের হাতে একটি বাক্সও রয়েছে। ব্লিচিং মিশ্রিত পানি ছিটানোর পর গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে টাকাও আদায় করতে দেখা যায়। তবে পিপিই পরিহিত কারা ওইসব ব্যক্তি আর কেনই বা তারা টাকা আদায় করছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৮ টার দিকে রেহানা পারভিন নামে এক নারী ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে আগারগাঁওয়ের ওই ঘটনার বর্ণনা করেন।

ফেসবুক ওয়ালে ওই নারী বলেন, “আগারগাঁয়ের মোড়ে যে গাড়ি যাচ্ছে ব্লিচ স্প্রে করার নামে তাকেই থামাচ্ছে- আর টাকা তুলছে। এরা কারা?”

তবে ঘটনার বিস্তারিত জানতে ফেসবুক ম্যাসেঞ্জারে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী সারাবাংলাকে বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেই সড়কে জীবাণুনাশক ছিটাচ্ছেন, এমনটা চোখে পড়ে। তবে এরকম জীবাণুনাশক ছিটানোর নামে টাকা তোলা মোটেই কাম্য নয়। অনেক সময় অনেকেই কাউকে সাহায্য করতে চায়, কয়েকজন মিলে বাক্স বসিয়ে টাকা তুলে। কাউন্সিলর, মার্কেট ব্যবসায়ী ও পুলিশের অনুমতি নিয়ে তা হয়ে থাকে। আগারগাঁও মোড়ে কারা টাকা তুলেছে তা জানা নেই পুলিশের।

ওসি আরও বলেন, কেউ থানায় এ বিষয়ে অভিযোগ করেনি এমনকি কেউ জানায়নি। আপনার তথ্য পেয়ে ওয়ারলেসে বলে দিচ্ছি, যেখানেই পাওয়া যাবে তাদের ধরে থানায় আসার জন্য। এ ধরণের টাকা তোলা অন্যায় যা অপরাধের সামিল।

বিজ্ঞাপন

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর