সাধারণ ছুটি বাড়ল এক সপ্তাহ, প্রজ্ঞাপন জারি
১ এপ্রিল ২০২০ ১৬:৪৮ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ২৩:৪৮
ঢাকা: করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধ করতে দেশব্যাপী সাধারণ ছুটির মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, ৯ এপ্রিলের পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এই দুই দিনও সাধারণ ছুটির সঙ্গে সংযুক্ত থাকবে।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা এ প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব কাজী মোহাম্মদ আইনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৪ মার্চ এক প্রজ্ঞাপনে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।
আরও পড়ুন- সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে, ইঙ্গিত প্রধানমন্ত্রীর
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদ্যুৎ-পানি-গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। কৃষি পণ্য, সার, কীটনাশক, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান এবং হাসপাতালও এ ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়াজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা, ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় সাধারণ ছুটির সময়েও বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত ২৩ মার্চ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক জরুরি ব্রিফিংয়ে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। তিনি বলেন, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি থাকবে। এসময় অফিস-আদালত বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরি সেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। পরদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই ঘোষণার পর ২৬ মার্চ থেকে শুরু করে আজ সপ্তম দিনের মতো সাধারণ ছুটি পালিত হচ্ছে। এর মধ্যে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় ঝুঁকি বিবেচনায় সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকেও একই পরামর্শ ছিল। এর মধ্যে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেও সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দেন।
আরও পড়ুন- করোনার বিস্তৃতি রোধে যে ১০ নির্দেশনা সরকারের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আমরা সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই ছুটি ঘোষণা করা আছে। কিন্তু সারাবিশ্ব এখনও এই ভাইরাসের ঝুঁকিতে আছে। আমরাও বিশ্ব থেকে বিচ্ছিন্ন নই। তাই এই ঝুঁকি এড়াতে সেই ছুটি অল্প কিছুদিন বাড়ানো হতে পারে।’
প্রধানমন্ত্রী গণভবন প্রান্তে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত দেন, আগামী ৯ এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়তে পারে।
পরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সারাবাংলাকে জানান, মন্ত্রণালয় থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর দফতরে ফাইল পাঠানো হয়। বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সারাবাংলাকে জানান, সেই ফাইল অনুমোদন পেয়েছে। মঙ্গলবার রাতে বা বুবার এ বিষয়ক প্রজ্ঞাপন জারি হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় টপ নিউজ সাধারণ ছুটি সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন