করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত বেড়ে ৫৪
১ এপ্রিল ২০২০ ১২:৩২ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ১৪:২৭
ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬। এছাড়া নতুন আরও তিনজনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। নতুন তিনজন নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
অনলাইন সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার মান উন্নত করছি। সারাদেশে ভেনটিলেটার বসাচ্ছি। এছাড়া কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে।’
জাহিদ মালেক বলেন, ‘ঢাকা থেকে যারা গ্রামে গেছেন তারাই বেশি ঘোরাফেরা করছেন। আপনার ঘোরাফেরা করবেন না। নিজেরা সচেতন হোন। অন্যদের জন্য ঝুঁকির কারণ হবেন না।’
এ সময় তিনি বেসরকারি ডাক্তারদের চেম্বার ও ক্লিনিকগুলোতে নিয়মিত বসার জন্য এবং রোগীদের সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে কোভিড-১৯’র উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া বর্তমানে আইসোলেশনে রয়েছে ৭৩ জন। আর একজনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।