Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু


১ এপ্রিল ২০২০ ১১:২৪

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর ছয়টার দিকে নান্দাইলের ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের চারআনি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচাপায় নিহতরা হলেন- কাকচর এলাকার কৃষক আব্দুর রশিদ(৭০) ও মাটিকাটা এলাকার পান বিক্রেতা সিরাজুল ইসলাম(৫৫)।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌফিকুল ইসলাম তৌহিদ জানান, বুধবার ভোর ছয়টার চার দিকে ভুট্টা বোঝাই একটি ট্রাক নান্দাইল পৌরসভার ভিতরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের চারআনি পাড়া এলাকায় পৌঁছলে রাস্তায় থাকা এক পথচারী এবং এক সাইকেল আরোহী চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ট্রাকচাপা নান্দাইল ময়মনসিংহ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর