Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড্ডা ঠেকাতে চায়ের দোকানগুলো ‘টেলিভিশনমুক্ত’ করছেন এক ইউএনও


৩১ মার্চ ২০২০ ১৯:৪৬

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বেলায় চট্টগ্রামের একটি উপজেলার সব চা-দোকানকে টেলিভিশনমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আপাতত চা-দোকানগুলোকে তাদের টেলিভিশন স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এই আদেশ দিয়েছেন। চা-দোকানে টেলিভিশনের সামনে মানুষের ভিড় দেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।

ইউএনও রুহুল আমিন সারাবাংলাকে বলেন, ‘বিভিন্ন ইউনিয়নে চা-দোকানগুলোতে দিন-রাত করোনা পরিস্থিতির সর্বশেষ জানার নামে টেলিভিশনের সামনে ভিড় জমছে সাধারণ মানুষের। ছিপাতলী ইউনিয়নে কয়েকটি দোকানে গিয়ে টেলিভিশনের সামনে বসা লোকজনকে জিজ্ঞেস করি, তাদের বাসায় টিভি আছে কি না ? অধিকাংশই বলেন, আছে। এরপরও দোকানে এসে তারা টেলিভিশনের সামনে বসে অহেতুক আড্ডা দিচ্ছেন অথবা নাটক-সিনেমা দেখছেন। তিনটি দোকান থেকে টেলিভিশন জব্দ করা হয়েছে।’

এরপর সাময়িকভাবে সব চা-দোকানের টেলিভিশন স্থানীয় জনপ্রতিনিধির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/এমআই

করোনা চায়েল দোকন

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর