Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ


৩০ মার্চ ২০২০ ১৯:৪৫ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০১:৫৯

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ‌রিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. আনছার আলী এসব পণ্য বিতরণ করেছেন।

ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে অষ্টম দিনের মতো সোমবার (৩০ মার্চ) রূপগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের রূপগঞ্জ গ্রাম, মুশুরী, টান মুশুরী, নবগ্রাম, সাহাপুর, বাগবেড়, দক্ষিণবাগ, গুতিয়াব, ইছাপুরা, ভক্তবাড়ি, মধুখালী, পিতলগঞ্জ, জাঙ্গীর, হারিন্দা, সুলপিনা, হারারবাড়ি, আলমপুরা, হাবিবনগর, সুরিয়াব, টেকনোয়ান্দা, ছনি ও ভিংরাবসহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এদিন আনছার আলী ইউনিয়নের ৯শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান।

বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী বলেন, ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খে‌য়ে না থা‌কে, আমাদের বস্ত্র ও পাটমন্ত্রী সেটি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। আমরা সেদিকে লক্ষ রেখে কাজ করে যাচ্ছি।

এসময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয়রা উপ‌স্থিত ছিলেন।

খাবার ও মাস্ক বিতরণ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর