Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিট পৌঁছেছে ময়মনসিংহে, বসছে করোনা পরীক্ষার ল্যাব


৩০ মার্চ ২০২০ ২১:৩২ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০০:০৬

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গেছে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর কিট। কেবল কিট নয়, পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছেছে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই এই ল্যাব থেকে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করতে পারবেন তারা।

সোমবার (৩০ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এসব সরঞ্জাম পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। কিট ও পিপিইসহ সরঞ্জামগুলো বুঝেও নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ জানান, ল্যাব স্থাপনের জন্য ঢাকা থেকে একদল বিশেষজ্ঞ এসেছেন। তারা কাজ শুরু করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই ল্যাব বসানোর কাজ শেষ হবে। এই কাজ শেষ হলেই ভাইরাস শনাক্তের কাজ শুরু হবে। আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

করোনা টেস্টিং ল্যাব করোনা পরীক্ষার ল্যাব করোনাভাইরাস পিসিআর ল্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর