দুর্গম পাহাড়ে হামের মহামারি, সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা
৩০ মার্চ ২০২০ ২১:৩১ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ২৩:০১
ঢাকা: সম্প্রতি রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে মহামারি আকারে ছড়িয়ে পড়া এই রোগে সাজেকের তিনটি পাহাড়ি এলাকার আট ত্রিপুরা শিশু প্রাণ হারায়। খবর পেয়ে দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এ সব এলাকায় তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘বেসামরিক লোকজনের আবেদনে সাড়া দিয়ে সেনাবাহিনী গত ২৪ মার্চ সামরিক ও বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি দল বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে শিয়ালদহ এলাকায় পাঠানো হয়। চিকিৎসক দলটি গত ২৪ থেকে ২৮ মার্চ নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে ১৭১ জন শিশুসহ সর্বমোট ২০২ জন রোগীকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দেয়। সেইসঙ্গে ওই এলাকার অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে ২৫ মার্চ সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটির দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।