Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পুরো গ্রাম কোয়ারেনটাইনে


৩০ মার্চ ২০২০ ১৯:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০৩:২৯

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রাম কোয়ারেনটাইনের আওতায় এনেছে স্থানীয় প্রশাসন। গ্রামের একই পরিবারের ৫ জন জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পরদিন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামের ১০০টি পরিবারকে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারের মাঝে সাত দিনের খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

বিজ্ঞাপন

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ‘একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও। গ্রামের মানুষকে সর্তক করতে লাল পতাকা উড়ানো হয়েছে।’

এর আগে, শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন। প্রথমে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইইডিসিআরের পরামর্শে ওই দিন সন্ধ্যায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ওই ৫ জনের নমুনা সংগ্রহের পর রোববার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইশোলেশনে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপলের নেতৃত্বে একদল চিকিৎসক আইশোলেশনে থাকা রুহুলসহ ওই ৫ জনের শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। তারা এখন সুস্থ রয়েছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ডা. নাদিরুল আজিজ বলেন, ‘ওই পরিবারের পাঁচজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা জানার জন্য রক্তের নমুনা ঢাকায় পাঠিয়েছে রমেক হাসপাতাল।’

কোয়ারেনটাইন গ্রাম নদীপাড়া গ্রাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর