মাছ ধরতে গিয়ে গলায় কৈ আটকে মৃত্যু
৩০ মার্চ ২০২০ ১৮:৩৭ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ২০:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাছ ধরতে গিয়ে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুকুরে মাছ ধরার সময় একটি জ্যন্ত কৈ মাছ মুখে পুরে আরেকটি মাছ ধরতে গেলে সেটি গলায় আটকে যায় ওই ব্যক্তির।
সোমবার (৩০ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম বাইনজুরি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত তৌফিক মোহাম্মদ ওসমানী (৫০) পশ্চিম বাইনজুরি গ্রামের ওসমান গণির ছেলে।
জানা গেছে, প্রতিবেশির পুকুরে মাছ ধরার সময় গলায় কৈ আটকে যাবার পর গুরুতর অবস্থায় স্বজনেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘যারা হাসপাতালে নিয়ে এসেছেন, তারা জানিয়েছেন- আক্রান্ত ব্যক্তি একটি কৈ মাছ মুখের ভেতরে নিয়ে পুকুরে ডুব দিয়ে আরও মাছ খুঁজছিল। কৈ মাছটি গলায় আটকে গেলে তিনি নিজেই পুকুর থেকে উঠে আসেন। পরে তিনি ঢলে পড়েন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’