রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪
৩০ মার্চ ২০২০ ১৬:৩৬ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৮:৫২
ঢাকা: রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন নারী।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কতৃপক্ষ জানান, পার্বতীপুর থেকে বগি মেরামত করে ট্রেনের ইঞ্জিনটি বোনারপাড়া ফিরছিল। পথে অন্নদানগর ক্রসিংয়ে একটি অটোরিকশা চলে এলে সেখানে ট্রেনের ইঞ্জিনটির ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী সুমি আক্তার, নূর জাহান, মোস্তাফিজুর ও অটোরিকশার চালক দুখু মিয়া।
এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।