সর্দি-জ্বরে বিরামপুরে যুবকের মৃত্যু, সংগ্রহ করা হয়েছে নমুনা
৩০ মার্চ ২০২০ ১৬:১২ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৭:৩৯
হিলি (দিনাজপুর): জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দিনাজপুরের বিরামপুরে ফরহাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সৌদি আরব ফেরত এক ব্যক্তির বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। করোনাভাইরাস পরীক্ষার জন্য ফরহাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ) ভোরে উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামের নিজ বাড়িতে মারা যান ফরহাদ।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, ‘মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠাব।’ ফরহাদের বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো.আব্দুল কুদ্দুস জানান, ফরহাদ কুমিল্লায় সৌদি আরব ফেরত এক প্রবাসীর বাড়িতে শ্রমিকের কাজ করতেন। কুমিল্লায় ওই বাড়ির সবাই কোয়ারেনটাইনে আছেন। সেখানেই জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফরহাদ। সে অবস্থায় তিনি বাড়ি চলে যান। আজ (সোমবার) সকালে তিনি মারা গেছেন।