Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে সর্দি-কাশি-জ্বরে শিশুর মৃত্যু, আতঙ্কে প্রতিবেশিরা


৩০ মার্চ ২০২০ ১৪:৫০

মুন্সিগঞ্জ: জেলার গজারিয়ায় সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে সোমবার (৩০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানিয়েছেন, শিশু সোহরাবের বাড়ির পাশে বেশ কয়েকজন বিদেশফেরত হোম কোয়ারেনটাইনে রয়েছেন। শিশু সোহরাব ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এ নিয়ে প্রতিবেশিদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, রোববার দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে সর্দি-কাশি ও জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিশু সোহরাব। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান।

পরে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ওই শিশু মারা যায় বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

মুন্সীগঞ্জ সর্দি-কাশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর