করোনায় ডেঙ্গুর কথা যেন ভুলে না যাই: সেব্রিনা ফ্লোরা
৩০ মার্চ ২০২০ ১৪:২০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৭:০৫
ঢাকা: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর বিষয়ে সতর্ক করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, অনেকেই মনে করছেন জ্বর হলেই বুঝি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, এখন কিন্তু ডেঙ্গুর মৌসুমও চলে আসছে। করোনাভাইরাসের কারণে আমরা যেন ডেঙ্গুর কথা না ভুলে যাই।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক অনলাইন ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা সোমবার (৩০ মার্চ) এই সতর্কতার কথা বলেন।
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে যেসব ব্যবস্থা নিতে বলেছি, সেগুলো নিতে হবে। লার্ভা যেন জমা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে।’
করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত কাজে ব্যবহৃত কিট বিষয়ে ডা. ফ্লোরা বলেন, ‘পরীক্ষা না করে আমরা কোনো কিটই ব্যবহার করছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কিট পরীক্ষা করেই ব্যবহার করছি।’
পরীক্ষার সক্ষমতা কতটুকু? জবাবে আইইডিসিআর পরিচালক বলেন, ‘আইইডিসিআর একদিনেই এক হাজারের বেশি পরীক্ষা করতে পারে। আমরা বলতে চাই, আমরা সাসপেক্টেড প্রতিটি কেসই পরীক্ষা করছি। যাদের উপসর্গ, লক্ষণ নেই, তাদের পরীক্ষার কোনো প্রয়োজন নেই। আমরা সম্ভাব্য আক্রান্ত সবাইকে পরীক্ষা করছি।’
কুর্মিটোলায় হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটেড করা হলে সেখানকার রোগী কোথায় যাবেন? এ প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের অন্যান্য হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। তারা কুর্মিটোলায় যে সেবা পেতেন, তারা সেসব হাসপাতালে ওইসব সেবা পেয়ে যাবেন।’
আরও পড়ুন
মনে করবেন না ঝুঁকি কমে গেছে: মীরজাদি ফ্লোরা
আরও একজন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪৯