Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছে’


৩০ মার্চ ২০২০ ১৩:৫৫

ফাইল ছবি

ঢাকা: করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‍যুক্ত হয়ে বলেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছে। ইউএন (জাতিসংঘ) মহাসচিবও প্রশংসা করেছেন। তারা বলেছেন, কোয়ারেনটাইন, আইসোলেশন ও সেফ ডিসটেন্স মেইনটেইন করা সবচেয়ে বড় উপায়। কেউ যেন চিকিৎসার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা নতুন দুইশ আইসিইউ ইউনিট তৈরি করেছি। ভেন্টিলেটর ও ডায়ালাইসিস সুবিধা রয়েছে এসব আইসিইউতে।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য ১১টি ল্যাব কাজ করছে। আরও ১৭টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও
কক্সবাজার ও চট্টগ্রামে পরীক্ষা করার হার খুব কম। সেখানে তেমন কেউ এগিয়ে আসছে না।

এছাড়াও, পিপিই দেওয়া হয়ছে। আরও দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যথাযথভাবে যেন ব্যবহার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু তথ্য আসে, চেম্বার বন্ধ রয়েছে। চিকিৎসকরা কম রয়েছেন। আহ্বান জানাব, সবাই যার যার কর্মস্থলে উপস্থিত থেকে কাজ করবেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশবাসী আতঙ্কিত হয়, এমন তথ্য দেশবাসীকে দেবেন না গণমাধ্যমকর্মীরা, এ আহ্বান। কিট, পিপিই- কোনোকিছুরই অভাব নেই। এসব তথ্য দিলে মানুষ আশ্বস্ত হবে।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সংস্থায় যারা কাজ করছেন, সবাই সতর্কতার সঙ্গে কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক গাইড করে যাচ্ছেন। করোনা সমস্যা থেকে বেরিয়ে আসব, বিশ্ববাসীও বেরিয়ে আসবে। বাংলাদেশ যেহেতু অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, সেজন্য আমরা মনে করি আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে ব্যবস্থা করতে পেরেছি। তুলনামূলকভাবে আমাদের কাজ ভালো হয়েছে। আগামীতেও ভালো হবে।

সবশেষে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে উদ্দেশ করে বলেন, কারও ঘাবড়ানোর প্রয়োজন নেই। আমরা আপনাদের সঙ্গে আছি। আমি নিজে সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছি। ডাক্তার, নার্স সবাই মিলে কাজ করে যাচ্ছেন। কারও কোনো অসুবিধা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন। আশা করি অল্প দিনেই এই করোনাভাইরাসের সমস্যা আমরা দূর করতে পারব।

বিজ্ঞাপন

আইইডিসিআর টপ নিউজ ব্রিফিং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর