করোনা ওয়ার্ডে শিশুর মৃত্যু, মরদেহ রেখে পালিয়েছে স্বজনরা
৩০ মার্চ ২০২০ ১৩:১০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৪:৫৬
যশোর: যশোর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি থাকা ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার লাশ রেখে স্বজনরা পালিয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সোমবার (৩০ মার্চ) ভোরে ওই শিশুটির মৃত্যু হয়। রোববার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছিল।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, গতকাল রোববার বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঠিকানা দিয়ে এক ব্যক্তি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। মেয়েটির জ্বর, সর্দি, কাশি থাকায় তাকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর আজ ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মেয়েটির লক্ষণ নিয়ে আইইডিসিআরের সঙ্গে ফোনে কথা বলা হয়েছে। তারা জানিয়েছে, মেয়েটির করোনা আক্রান্তের সব লক্ষণ নেই। ফলে তার নমুনা পাঠানোর প্রয়োজন নেই।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, মেয়েটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানে আজ ভোরে সে মারা যায়।
এদিকে, মেয়েটিকে যে লোকটি হাসপাতালে ভর্তি করেছিল তিনি তার নাম ঠিকানা, মোবাইল নম্বর না দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।