Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনে করবেন না ঝুঁকি কমে গেছে: মীরজাদি ফ্লোরা


৩০ মার্চ ২০২০ ১৩:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৪:২৪

ঢাকা: আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি ফ্লোরা বলেছেন, ‍গত দুইদিনে নতুন আক্রান্ত না হওয়ায় অনেকে মনে করতে পারেন, আমাদের ঝুঁকি কমে গেছে। কিন্তু বিষয়টি তা নয়। সারাবিশ্বে শূন্যের কোটায় রোগী নেমে না এলে ঝুঁকিমুক্ত থাকা যাবে না।

করোনা পরিস্থিতি বিষয়ে এক অনলাইন ব্রিফিংয়ে সোমবার (৩০ মার্চ) ডা. মীরজাদি ফ্লোরা এ সব কথা বলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘১০ দিনের সাধারণ ছুটিতে সামাজিক বিচ্ছিন্নতার চর্চা অব্যাহত রাখতে হবে। সবার উদ্দেশে আবেদন, ঘরে থাকবেন। ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। বেরিয়ে পড়বেন না। অনেক জায়গা থেকে তথ্য পেয়েছি, আপনারা বের হচ্ছেন। সেটি করা যাবে না। সরকার যেসব নির্দেশনা দিয়েছে, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ভেবে দিয়েছে। ঘরে থাকুন। বের হবেন না। আবশ্যক কাজে বের হলেও মাস্ক ব্যবহার করুন।’

ফ্লোরা বলেন, ‘প্রতিরোধের জন্য যেসব অভ্যাসের কথা বলা হয়েছে, মেনে চলবেন। উপসর্গ দেখা দিলে হটলাইনে ফোন দিন। ১৬২৬৩ নম্বরে ফোন করে সেবা পাবেন। আইইডিসিআরের নম্বর ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫-তে ফোন দিলেও আইইডিসিআর কর্মীরা নমুনা সংগ্রহ করবে। ইমেইল ও ফেসবুকেও জানাতে পারেন। সারাদেশে নমুনা সংগ্রহ চলছে। জেলা পর্যায়েও হটলাইন রয়েছে। সেখানে যোগাযোগ করলে নমুনা সংগ্রহ করা হবে। এর জন্য বাড়ি থেকে বের হয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ফোনে জানালেই হবে।’

করোনা করোনার ঝুঁকি টপ নিউজ টপ নিউজ. করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর