আরও ১ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪৯
৩০ মার্চ ২০২০ ১২:৪৬ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৩:১৪
ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত তরুণীর বয়স ২০ এর ঘরে।
করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান।
ডা. মীরজাদি ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আমরা ঢাকার বাইরেও নমুনা পরীক্ষা সম্প্রসারণ করেছি।
এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট ৪৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুনভাবে আক্রান্ত হয়েছেন একজন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে আর চারজন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ জন।
সুস্থদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। আরও দুজন ষাটোর্ধ্ব। দু’জন বাড়ি থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। একজনের উচ্চ রক্তচাপ ও হাঁপানি, দুজনের ডায়াবেটিস ছিল। এছাড়া একজন চিকিৎসক ও একজন নার্স সুস্থ হয়েছেন।
ডা. ফ্লোরা জানান, নতুন যে একজন রোগী শনাক্ত হয়েছেন তিনি নারী। তার বয়স ২০ এর ঘরে। তার বিষয়ে ইনভেস্টিগেশন চলছে। পরে বিস্তারিত জানাব।
আইইডিসিআরের পরিচালক আরও জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে ছিলেন ৩৬ জন। সংক্রমণ না থাকায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আছেন ৩২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬ জনকে।