Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনে মিলল অর্থমন্ত্রীর মরদেহ, করোনা আতঙ্কে আত্মহত্যা?


৩০ মার্চ ২০২০ ০০:৫০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ১০:১৫

জার্মানির হেসে রাজ্যের অর্থমন্ত্রী থমাস শফারের  মরদেহ পাওয়া গেছে রাজ্যের দ্রুতগতির রেললাইনের ওপর থেকে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। রোববার (২৯ মার্চ) এ খবর জানিয়েছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ফ্রাঙ্কফুর্টের একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, থমাস শফার আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব তাকে মানসিকভাবে বিচলিত করে তুলেছে এবং এই পরিস্থিতি তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

বিজ্ঞাপন

এদিকে, জার্মানির অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ফ্রাঙ্কফুর্ট থেকে মাইনস যাবার দ্রুতগতির রেললাইনের ওপর থেকে উদ্ধার করা মৃতদেহের চেহারা অর্থমন্ত্রী থমাস শফারের  সঙ্গে হুবহু মিলে যায় বলে নিশ্চিত করেছে হেসে রাজ্যের পুলিশ।

রাজ্য পুলিশ ডয়েচে ভেলেকে জানায়, রেললাইনের ওপর মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা প্রথমে স্বাস্থ্যবিভাগের প্যারামেডিকদের খবর দেয়। ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরের কারণে তাকে শনাক্ত করেতে ব্যর্থ হয় স্বাস্থ্যবিভাগ। পরে পুলিশ অনুসন্ধানের মাধ্যমে ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

হেসে রাজ্যের প্রভাবশালী এই রাজনীতিবিদ কোয়ারেনটাইনে থাকা জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মারকেলের মধ্য ডানপন্থি রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস (সিডিইউ) এর সদস্য। তিনি দুই দশক ধরে হেসে রাজ্যের রাজনীতিতে সক্রিয়। এবং একদশক ধরে ওই রাজ্যের অর্থমন্ত্রী।

করোনাভাইরাস কোভিড-১৯ জার্মানি ফ্রাঙ্কফুর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর