Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৪ জন


৩০ মার্চ ২০২০ ০০:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ০৮:০২

ঢাকা: বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ রোববারের (২৯ মার্চ) হিসেবে প্রতি মিনিটে গড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডমিটারের তথ্য বিশ্লেষণ করে রোববার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সংখ্যা পাওয়া গেছে।

 করোনা: লাইভ আপডেট

এ দিন দুপুর ১টায় করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে মোট মৃতের সংখ্যা ছিল ৩০ হাজার ৮৯০ জন। আর রাত ১০টায় সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৪ জনে।

বিজ্ঞাপন

গত ৯ ঘণ্টায় এ রোগে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৪৪ জনের। অর্থাৎ প্রতি মিনিটে মৃত্যুর সংখ্যা প্রায় ৪ জন।

এছাড়া দুপুর ১টায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখ ৬৪ হাজার ৫৯০ জন। ৯ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৪৯৪ জন। সে হিসেবে প্রতি মিনিটে করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় ৫০ জন।

প্রসঙ্গত চীনের উহান প্রদেশ থেকে গত বছরের শেষের দিকে করোনাভাইরাসের উৎপত্তি। এরপর এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশে। প্রাণঘাতি এ রোগ থেকে নিস্তার পেতে বিশ্বের বিভিন্ন দেশ ও এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ মাসের প্রথম দিকে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

আরও পড়ুন- কোভিড-১৯ চিকিৎসায় অনুমোদন পাচ্ছে জাপানের ‘অ্যাভিগান’

করোনা করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর