টেস্ট করিয়েছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হইনি: স্বাস্থ্যমন্ত্রী
২৯ মার্চ ২০২০ ২১:১৯ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ০০:৫২
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত না উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমি টেস্ট করিয়েছি, করোনাভাইরাসে আক্রান্ত হইনি।’
রোববার (২৯ মার্চ) দুপুরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
২৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের দফতরের এক কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে সংবাদ প্রকাশ হয়। সূত্র জানায়, ওই কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেনটাইনে যেতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী নিজে কোয়ারেনটাইনে আছেন কি না সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো কাজ করছি। টেস্ট করিয়েছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হইনি। আমি সেইভাবে কোনো রকমের আক্রান্ত নই, বিধায় আমি… কোয়ারেনটাইনের কথা বলব না, বাট আমি আছি। যেভাবে অন্যরা আছে সেভাবেই আমি আছি।’
তিনি বলেন, ‘আপনারা যেটি শুনেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড় মন্ত্রণালয়। তাদের ওখানে অনেক লোকজন আসা-যাওয়া করে, ডাক্তার আসা-যাওয়া করে, বাইরের লোক আসা-যাওয়া করে… আমরা তো কাজ করি। কাজেই তাদের কারও হতে পারে, সেটি তো আছেই।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোয়ারেনটাইনে যেতে বলা হয়েছে- শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত খবর প্রকাশ হয়। ২৬ মার্চ এমন কিছু হয়নি বলে নাকচ করেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান।
তবে রোববার (২৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জবাব না দিলেও বিষয়টি নাকচ করে দেননি।
সারাবাংলা/এসবি/এমআই