Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে নগরীর শপিং মল


২৯ মার্চ ২০২০ ১৭:৩৮ | আপডেট: ২৯ মার্চ ২০২০ ১৭:৪৪

ঢাকা: আগামী ৪ এপ্রিল পর্যন্ত নগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। একই সঙ্গে সরকার যদি কোনো কারণে সাধারণ ছুটি বর্ধিত করে তবে ছুটি পর্যন্ত বিপনী বিতান ও শপিংমল বন্ধ থাকবে।
রোববার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা বাড়িয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহেসান। সরকার যদি পরবর্তীতে কোন নির্দেশনা দেয় তবে ওই নির্দেশনাও কার্যকর হবে।

বিজ্ঞাপন

তিনি এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের সব বিত্তবান ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অসহায় বক্তিদের সহযোগিতা করার আহ্বান জানান এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।

করোনাভাইরাস টপ নিউজ দোকান মালিক সমিতি বন্‌ধ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর