Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ শুরু


২৯ মার্চ ২০২০ ১৭:০৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামে করোনা পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে জেলার ৯ উপজেলায় ৩৪ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ ২০ হাজার টাকার খাদ্য সহায়তার মালামাল বিতরণ শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে পৌরসভায় এলাকায় ৩ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুরডাল, ১ কেজি লবণ ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ময়নুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ অন্যরা।

করোনা পরিস্থিতি কুড়িগ্রাম মানবিক সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর