Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর


২৯ মার্চ ২০২০ ১২:১৭ | আপডেট: ২৯ মার্চ ২০২০ ১৬:১৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের মতো ৪৮ জনই রয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে রোববার দুপুরে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এছাড়া করোনাভাইরাসে নতুন কেউ মারাও যাননি। কিংবা নতুন করে কেউ সুস্থ হননি।

ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত থাকছে।

বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

করোনাভাইরাসে বাংলাদেশে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

আইইডিসিআর করোনাভাইরাস ব্রিফিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর