Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম নগরীর হতদরিদ্র ৫০০ পরিবারের পাশে জেলা প্রশাসন


২৮ মার্চ ২০২০ ২১:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে হতদরিদ্র ও নিম্ন আয়ের ৫০০ মানুষকে ত্রাণ হিসেবে জরুরি খাদ্যপণ্য দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসব পণ্যের মধ্যে আছে- চাল, চিড়া, চিনি, ডাল, লবণ, সয়াবিন তেল ও নুডুলস।

শনিবার (২৮ মার্চ) নগরীর পাঁচটি পয়েন্টে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামও ছিলেন।

বিজ্ঞাপন

স্পটগুলো হচ্ছে- চট্টগ্রাম রেলস্টেশন, আগ্রাবাদ বাদামতল মোড়, অলঙ্কার মোড়, জিইসি মোড় ও ওয়াসা মোড়।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সারাবাংলাকে জানান, দিনমজুর, রিকশাচালক, ভাসমান মানুষকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ৫০০ প্যাকেট শুকনো খাবার প্রথম দিনে বিতরণ করা হয়েছে। ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল এবং আধা কেজি নুডুলস।

আগামীকাল রোববার আরও ৫০০ প্যাকেট খাবার নগরীতে বিতরণ করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট তৌহিদুল।

নগরী এবং ১৬ উপজেলা মিলিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন মোট ১৮ হাজার দরিদ্র পরিবারে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার এ কার্যক্রম শুরু করেছে শুক্রবার (২৭ মার্চ) থেকে। শনিবারও উপজেলায় ত্রাণ বিতরণ অব্যাহত ছিল।

চট্টগ্রাম নগরী জেলা প্রশাসন ত্রাণ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর