Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস হবে সংসদ টেলিভিশনে


২৮ মার্চ ২০২০ ১৯:১২ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৯:৪৬

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় সেজন্য শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসগুলোর ভিডিও সংসদ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেছে।

প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে এই ক্লাসে অংশ নিতে পারবে।

আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে শুরু হবে এই পাঠদান কার্যক্রম। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে। আবার বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত সেই ক্লাসসমূহ আবার পুনঃপ্রচার করা হবে।

শ্রেণি শিক্ষক ক্লাস শেষে পঠিত বিষয়ের উপরে বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ শেষ করবে। স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিতে হবে।

বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ক্লাস টপ নিউজ দশম শ্রেণি যষ্ঠ শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান সংসদ টেলিভিশিন