Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সন্ত্রাসী হামলায় অটোরিকশা চালক খুন


২৮ মার্চ ২০২০ ১৮:২৬

সিলেট: জেলায় সশস্ত্র হামলায় সিএনজি অটোরিকশা চালক খুন হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৩টায় নগরীর রায়নগর এলাকা এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম শাহীন ইসলাম। সে রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকায় মোতাক্কির আলী ছেলে।

নিহতের ভাই লাহিন আহমদ জানান, শনিবার বিকেল পৌনে ৩টার দিকে শাহীনুর বাসা থেকে বের হলে কয়েকজন সন্ত্রাসী তার ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় তারা শাহীনুরকে ধাওয়া করে পিঠে ছুরিকাঘাত করে। এসময় শাহীনুর মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর গুরুতর অবস্থায় শাহীনুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ সক্রিয় রয়েছে।

চালক খুন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর