Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ, শ্রমিকরা ফিরছেন গ্রামে


২৮ মার্চ ২০২০ ১৬:৫১

গাজীপুর: গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা সরকারি নিয়ম মেনে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কিছু কারখানা খোলা থাকলেও শ্রমিকদের বিক্ষিপ্ত বিক্ষোভের মুখে শনিবার (২৮ মার্চ) সে সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। টানা ছুটি পেয়ে অনেক শ্রমিকই চলে গেছেন তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে।

তবে ছুটিতে থাকা শ্রমিকরা জানান, সরকারের নিয়ম মেনে কারখানা খোলা থাকলে তারা কাজ করতে চান। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত জীবনযাপন করছেন তারা।

বিজ্ঞাপন

পুলিশ, শ্রমিক ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সাধারণ ছুটি ঘোষণার পর অধিকাংশ পোশাক কারখানার মালিকপক্ষ করোনাভাইরাস রোধে কারখানা বন্ধের ঘোষণা দেন। টানা ১০ দিনের ছুটি পেয়ে অনেক শ্রমিকই ইতিমধ্যে তাদের নিজ নিজ গ্রামের বাড়ি ফিরে গেছেন।

অনেক শ্রমিক অবশ্য রয়ে গেছেন তাদের ভাড়া বাসায়। বেকার এসব শ্রমিকদের চোখে মুখে কাজ করছে হতাশা। তারা বলছেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও ভাইরাসরোধী সরঞ্জাম দিয়ে যেন কারখানা খুলে দেওয়া হয়। কারখানা বন্ধ থাকায় তারা এখন অনিশ্চিত জীবন যাপন করছেন।

শনিবার গাজীপুর শিল্প এলাকায় কিছু কারখানা খোলা থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে কয়েকটি কারখানায় দেখা দেয় শ্রমিক বিক্ষোভ। বিক্ষোভের মুখে এদিন কয়েকটি কারখানা বন্ধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাড়ে তিন হাজারের বেশি শিল্প কারখানা রয়েছে। শুধুমাত্র সিটি এলাকাতেই কাজ করছেন প্রায় ২২ লাখ শ্রমিক।

গাজীপুর পোশাক কারখানা শ্রমিক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর