Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বেতন ও ছুটির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


২৮ মার্চ ২০২০ ১৬:২৫ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৬:৫১

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাসের আতঙ্কে বেতন ও ছুটির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা।

আজ (২৮ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার আমতলী এলাকায় কটন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, করোনাভাইরাসের কারণে চলতি মাসের বেতনসহ ফ্যাক্টরি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে কটন গ্রুপের শ্রমিকরা।

শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেন। কর্তৃপক্ষ বেতন দেয়াসহ কারখানা বন্ধ করার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় ও পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভালুকা শ্রমিক আন্দোলন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর