১০ হাজার মানুষকে চাল-ডাল বিতরণ করবে ‘সঙ্গে আছি’
২৮ মার্চ ২০২০ ১৭:০৭ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ২০:১১
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১০ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করবে ‘সঙ্গে আছি’ নামের একটি সংগঠন। আগামী ১০ দিনে রাজধানীর বিভিন্ন এলাকার নিম্ন আয়ের লোকজনের মাঝে এইসব নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, দুই কেজি ডাল এবং এক কেজি আলু বিতরণ করা হবে।
সংগঠনের আহবায়ক মো. জসিম উদ্দিন খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংঙ্গে আছি সংগঠনের পক্ষ থেকে, গত ২৭ মার্চ, শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ১০০ জন গরীর ও নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খিচুরি ও মাংস বিতরণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘১০ হাজার গরীর মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করার জন্য ইতোমধ্যে সংগঠনের কাছে ৫০ বস্তা চাল, ২৫ বস্তা ডাল এবং ১৫ বস্তা আলু মজুদ রয়েছে। এছাড়া আরোও চাল, ডাল ও আলু বিতরণের জন্য আনা হবে, যেগুলো বর্তমানে পাইপে লাইনে রয়েছে। এসব পণ্য নিম্ন আয়ের মানুষের মাঝে ভ্যানে করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/জিএস/এমআই