টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ৫ জনের মৃত্যু
২৮ মার্চ ২০২০ ১৪:২৫ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৭:৪৩
টাঙ্গাইল: টাঙ্গাইলের কান্দিলা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১১ জন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. জুলহাস আলী (৫০) ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার মো. আলেক (৪৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-১১৭১) ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকে উত্তরবঙ্গের কিছু যাত্রী ছিলেন। ট্রাকটি কান্দিলা বাজার এলাকায় উল্টে গেলে সিমেন্টের বস্তার নিচে ১৬ জন আটকা পড়েন। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়েছে।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানতে চেষ্টা চলছে বলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান।