মশার কয়েল থেকে ঘরে আগুন, মা ও দুই সন্তানের মৃত্যু
২৮ মার্চ ২০২০ ১৩:৩৫ | আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৬:৫২
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ এলাকায় বাসায় মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার জানান, ভোরে বাউনিয়াবাদ এলাকার একটি সেমিপাকা বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মা কল্পনা আক্তার (৩০), মেয়ে জান্নাত (১২) ও ছেলে কাউসার (১০)।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আকলিমা খাতুন জানান মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।